তিন মাস মেয়াদি হালকা মধ্যম ও ভারী মোটর ড্রাইভিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

Facebook
WhatsApp
Telegram

দেশে-বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনস্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা অক্টোবর – ডিসেম্বর, ২০২৪ ইং সেশনে তিন মাস মেয়াদি (৩৬০ ঘন্টা) হালকা, মধ্যম ও ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদানের লক্ষ্যে “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে ভর্তি চলিতেছে।

ভর্তির তথ্যসমূহ
আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে।
বয়স ২১ হতে ৪৫ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি/ ৮ম শ্রেণী পাস।
জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই থাকতে হবে।
মহিলা এবং দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে।
প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভাল হতে হবে (কালার ব্লাইন্ডদেরকে আবেদন করার প্রয়োজন নাই)।
মধ্যম ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। লাইসেন্স এর মেয়াদ পূর্ণ ০১ বৎসর হতে হবে।
ভারী ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। লাইসেন্স এর মেয়াদ পূর্ণ ০১ বৎসর হতে হবে।
মধ্যম ও ভারী লাইসেন্সধারীদের অবশ্যই ম্যানুয়াল গাড়ি চালাইতে জানতে হবে।
বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজী এবং আরবী ভাষা ক্লাশ অর্ন্তভূক্ত রয়েছে।
কোর্সের মেয়াদ ৩ মাস (৩৬০ ঘন্টা)।
কোর্স ফি সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বিআরটিএ কর্তৃক চূড়ান্ত লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণদেরকে বিআরটিএ লাইসেন্স প্রদান করবে।
মোটর সাইকেল লাইসেন্স প্রদান করা হবে না।
ছাত্র/ছাত্রী ও চাকুরীজীবিদের আবেদন করার প্রয়োজন নাই ।
যাদের উচ্চতা ৫’-৪” (পুরুষ) ও ৫’-২” (মহিলা) এর নিচে তাদের আবেদন করার প্রয়োজন নাই ।
আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর NID দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর লিখতে হবে।
ভর্তির ক্ষেত্রে অটোমোবাইলে লেভেল-০১ প্রাপ্তদের অগ্রাধীকার দেওয়া হবে ।

ফরম বিতরণ ও জমাদানের তথ্যাদি

ফরম বিতরণ ও জমা: ০১-০৯-২০২৪ খ্রিঃ তারিখে হতে ২৩-০৯-২০২৪ইং তারিখ সকাল ০৯.০০ টা হতে ০৩.০০ টা পর্যন্ত ।

ভর্তি পরীক্ষা: ২৫-০৯-২০২৪ইং তারিখ হালকা সকাল ১০.০০ টা, মধ্যম ও ভারী দুপুর ২.০০টা (অটোমোবাইল ট্রেডে ) । (নির্ধারিত সময়ের পরে পরীক্ষা গ্রহন করা হবে না)

ফলাফল : ২৬-০৯-২০২৪ দুপুর ১২.০০ ঘটিকা। (প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে)

ভর্তি : উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি ২৯-০৯-২০২৪ হতে ৩০-০৯-২০২৪ এবং অপেক্ষামান প্রার্থীদের ভর্তি ০১-১০-২৪ হতে ০২-১০-২০২৪ ইং তারিখে (আসন খালি থাকা সাপেক্ষে) অফিস চলাকালীন সময়ের মধ্যে অটোমোবাইল ট্রেডে।

ক্লাশ শুরু : ০১ অক্টোবর / ২০২৪ খ্রিঃ (সকালের ব্যাচ ৮:৩০টা হতে, বিকালের ব্যাচ বিকাল ০১:৩০ টা হতে) অটোমোবাইল ট্রেডে।

আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে

১) প্রার্থীর ০৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি।

২) NID এর ফটোকপি ।

৩) সকালের ও বিকালের ব্যাচের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের জন্য হালকা ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি ।

৪) সকালের ও বিকালের ব্যাচের জন্য পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি ।

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি ।

৬) আবেদন ফরমের উপরে সকাল অথবা বিকাল উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ উপরের শর্তানুযায়ী কোন প্রার্থী অযোগ্য হলে তাকে আবেদন না করার জন্য উৎসাহিত করা হলো ।

অসম্পূর্ণ ফরম বাতিল বলে গণ্য হবে।

ঠিকানা

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ

মিরপুর রোড, দারুস-সালাম, ঢাকা-১২১৬

ফোন নং-৪১০০২১১৯