ক্যান্টনমেন্ট কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি

Facebook
WhatsApp
Telegram

বিধি মোতাবেক ক্যান্টনমেন্ট কলেজ যশোর-এ পরিচালনা পর্ষদ কর্তৃক নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে ৩০/০৯/২০২৪ তারিখের মধ্যে লিখিত আবেদনপত্র আহবান করা হচ্ছে

প্রতীকী ছবি
পদের নাম ও বিষয়শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য
প্রভাষক জীববিজ্ঞানস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী; সমগ্র শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় ৩য় শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না ।

সুবিধাবলীঃ

কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফাণ্ড এবং আনুতোষিক (গ্র্যাচুইটি) সুবিধা আছে।

আবেদনের নিয়মাবলী:

১। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

২। ‘অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, ট্রাস্ট ব্যাংক লিঃ, যশোর সেনানিবাস শাখা‘র অনুকূলে যে কোনো সিডিউল ব্যাংক হতে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে জমা দিতে
হবে।

৩। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র ডাকযোগে অথবা হাতে হাতে অফিস চলাকালীন “অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, যশোর সেনানিবাস”- এই ঠিকানায় পৌঁছাতে হবে ।

৪। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।


৫। বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।


৬। প্রার্থীকে আবেদনপত্রে অবশ্যই নিজ ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। মোবাইল এসএমএস এবং কলেজ ওয়েব সাইট (jcc.edu.bd) এর মাধ্যমে প্রার্থীকে বাছাই পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পৃথকভাবে কার্ড ইস্যু করা হবে না ।


৭। আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

৮। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এর মধ্যে থাকতে হবে ।