জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে অক্টোবর – ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সেশনে ভর্তি চলছে ।
ভর্তির শর্তসমূহঃ |
---|
আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে। |
বয়সঃ ২১ হতে ৪৫ বছর পর্যন্ত (০১/১০/২০২৪ খ্রিঃ |
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জেএসসি / ৮ম শ্রেণী পাস |
জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই থাকতে হবে |
মহিলা,দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে। |
প্রার্থীর স্বাস্থ্যও দৃষ্টিশক্তি ভালো হতে হবে (কালার ব্লাইন্ড ও ড্রাইভিং লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়োজন না)। |
অন্যান্য বিষয় সমূহঃ |
---|
ফরম বিতরণ ও জমা ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ হতে ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত অফিস চলাকালীন সময় (সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত, কক্ষ নং ১০১)। ( আবেদন ফরমের উপরে সকাল অথবা বিকাল উল্লেখ করতে হবে) |
ভর্তি পরীক্ষাঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ০৯ টাফলাফলঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ। |
ভর্তিঃ ২৫-২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ (কক্ষ নং ৩০১) |
ক্লাস শুরুঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ (কক্ষ নং ২০৮)। |
প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ফি প্রদান করতে হবে না |
বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজী এবং আরবী ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে। |
প্রতি ব্যাচে ৪০ জন করে ২টি ব্যাচে ৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। |
কোর্সের মেয়াদঃ ৩ মাস । |
প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক DCTB পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে |
অসম্পূর্ণ ফরম বাতিল বলে গণ্য হবে। |
ঠিকানা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ
টেকনিক্যাল মোড়, মিরপুর রোড,
দারুস-সালাম, ঢাকা-১২১৬।