সরকারি খরচে পরিচালিত “ড্রাইভিং এবং অটোমেকানিক্স” কোর্সে ভর্তি

Facebook
WhatsApp
Telegram

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে অক্টোবর – ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সেশনে ভর্তি চলছে ।

ভর্তির শর্তসমূহঃ
আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে।
বয়সঃ ২১ হতে ৪৫ বছর পর্যন্ত (০১/১০/২০২৪ খ্রিঃ
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জেএসসি / ৮ম শ্রেণী পাস
জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই থাকতে হবে
মহিলা,দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে।
প্রার্থীর স্বাস্থ্যও দৃষ্টিশক্তি ভালো হতে হবে (কালার ব্লাইন্ড ও ড্রাইভিং লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়োজন না)।
অন্যান্য বিষয় সমূহঃ
ফরম বিতরণ ও জমা ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ হতে ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত অফিস চলাকালীন সময় (সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত, কক্ষ নং ১০১)। ( আবেদন ফরমের উপরে সকাল অথবা বিকাল উল্লেখ করতে হবে)
ভর্তি পরীক্ষাঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ০৯ টাফলাফলঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ।
ভর্তিঃ ২৫-২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ (কক্ষ নং ৩০১)
ক্লাস শুরুঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ (কক্ষ নং ২০৮)।
প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ফি প্রদান করতে হবে না
বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজী এবং আরবী ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতি ব্যাচে ৪০ জন করে ২টি ব্যাচে ৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
কোর্সের মেয়াদঃ ৩ মাস ।
প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক DCTB পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে
অসম্পূর্ণ ফরম বাতিল বলে গণ্য হবে।
বিঃ দ্রঃ – পুরুষ ও মহিলা উভয়ের ভর্তির সুযোগ রয়েছে

ঠিকানা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ
টেকনিক্যাল মোড়, মিরপুর রোড,
দারুস-সালাম, ঢাকা-১২১৬।

Bkttc #bgttc #sfmmttc