ইস্টার্ন রিফাইনারিতে ৩০ পদে নিয়োগ, বয়স ১৮ হলেই আবেদন Job Circular 2024

Facebook
WhatsApp
Telegram

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)-এ শ্রমিক-কর্মচারী পর্যায়ে “শিক্ষাধীন (Apprentice)” নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম : শিক্ষাধীন (Apprentice)

পদের সংখ্যা : ৩০টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও বয়স :

ক) এসএসসি (বিজ্ঞান) বা সমমান এবং এইচএসসি (বিজ্ঞান) বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ (তিন) (৫ পয়েন্ট স্কেলে) অর্জন করতে হবে।

খ) বয়স সীমা: ১৮ (আঠারো) থেকে ২৫ (পঁচিশ) বছর।

আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলি :

১) প্রশিক্ষণ মেয়াদকাল : “শিক্ষাধীন” হিসেবে নির্বাচিত প্রার্থীগণ ০২ (দুই) বছর মেয়াদি বাস্তব কাজে (On-the-Job) পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন (প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজনবোধে ০৬ মাস বৃদ্ধি করা যেতে পারে)।

২) প্রশিক্ষণ ভাতা: শিক্ষাধীনগণ ১ম বছর-৮.১৬,৫০০/- (ষোলো হাজার পাঁচশত টাকা); ২য় বছর-৮.১৭,৩০০/- (সতেরো হাজার তিনশত টাকা) [মাসিক সর্বসাকুল্যে] প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

৩) সন্তোষজনকভাবে “শিক্ষাধীন” হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। নিয়োগের ক্ষেত্রে তাঁদেরকে শ্রমিক: গ্রেড-৩; বেতন স্কেল: ৮.১১,০০০-২৬,৫৯০/- এর প্রারম্ভিক মূল বেতনে নিয়োগ প্রদান করা হবে।

৪) নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩”, সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৫) লিখিত/মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬) জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ/শ্রেণি নির্ধারণের জন্য এতদবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে।

৭) সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

৮) অসম্পূর্ণ/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৯) আবেদনপত্র জমাদানের শেষ তারিখে প্রার্থীর নির্ধারিত বয়স থাকতে হবে।

১০) বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit ) গ্রহণযোগ্য হবে না।

১১) নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১২) প্রার্থীদের নিয়োগ যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

১৩) লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড-এর ওয়েবসাইট (www.erl.com.bd) এর মাধ্যমে জানানো হবে।

১৪) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন ( যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erl.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Comment